পাদটীকা
c এই বিবরণ অসম্মান সম্বন্ধে দুটো উদাহরণ জোগায়। একটা বিষয় হল যে, ব্যবস্থা নির্দিষ্টভাবে জানিয়েছিল যে, উৎসর্গীকৃত বলির কোন অংশগুলো খাওয়ার জন্য যাজকদেরকে দিতে হবে। (দ্বিতীয় বিবরণ ১৮:৩) কিন্তু আবাসে সেই দুষ্ট যাজকরা একেবারে ভিন্ন এক রীতি স্থাপন করেছিল। তারা তাদের চাকরদের, যে-কড়াইতে মাংস সেদ্ধ করা হতো তাতে একটা শূল গেঁথে সেখান থেকে যেকোনো ভালো টুকরো উঠত, সেটা নিতে বলত। আরেকটা বিষয় হল যে, লোকেরা যখন বেদিতে পোড়ানোর জন্য তাদের বলিগুলো নিয়ে আসত, তখন দুষ্ট যাজকদের একজন চাকর সেই উৎসর্গকারীকে ভয় দেখাত আর এমনকী যিহোবার উদ্দেশে সেই মেদ উৎসর্গ করার আগেই সেই কাঁচা মাংস দাবি করত।—লেবীয় পুস্তক ৩:৩-৫; ১ শমূয়েল ২:১৩-১৭.