পাদটীকা
a একজন পণ্ডিত ব্যক্তির মতানুসারে, মূল ভাষায় যে-শব্দটিকে “স্থাপন করিবার” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটির অর্থ এও হতে পারে, ‘এক স্মৃতিস্তম্ভ নির্মাণ করা।’ তাই, সেই যিহুদিরা আসলে ঈশ্বরের নয় বরং নিজেদের প্রশংসার জন্য এক রূপক স্মৃতিস্তম্ভ নির্মাণ করছিল।