পাদটীকা
b তাদের এই ধারণাটা শাস্ত্রীয় নয়। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে, সমস্ত কিছু সৃষ্টি করার পর ঈশ্বর সেগুলো দেখে বলেছিলেন, “সকলই অতি উত্তম।” (আদিপুস্তক ১:৩১) বাইবেল আমাদের এও শিক্ষা দেয় যে, ঈশ্বরের হাতের সমস্ত কাজই নিখুঁত আর পাপ বা দুষ্টতা পরবর্তীতে এসেছে।—দ্বিতীয় বিবরণ ৩২:৪, ৫.