পাদটীকা
e আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটা জানতে পেরেছে যে, অন্যান্য হাড়ের তুলনায় পাঁজরের হাড়ের এক অসাধারণ ক্ষমতা রয়েছে। এই হাড়ের কোনো ক্ষতি হলে বা এমনকী সরিয়ে নেওয়া হলে যদি সেখানে এর যোজক টিস্যু থেকে যায়, তা হলে সেটা সেখানে বৃদ্ধি পেয়ে আগের গঠন ধারণ করতে পারে।