a যিশু প্রায়ই নিজেকে ‘মনুষ্যপুত্ত্র’ বলে উল্লেখ করতেন। (মথি ৮:২০) এই অভিব্যক্তিটি তিনি যে কেবল পুরোপুরিভাবে একজন মানুষ ছিলেন সেটাই দেখায় না কিন্তু সেইসঙ্গে এও দেখায় যে, তিনিই বাইবেলের ভবিষ্যদ্বাণীতে উল্লেখিত ‘মনুষ্য-পুত্ত্র’ ছিলেন।—দানিয়েল ৭:১৩, ১৪.