পাদটীকা
e ২০১০ সালের ২২ নভেম্বর, ইউরোপীয় মানবাধিকার আদালতের প্রধান পরিষদ-এর পাঁচ জন বিচারককে নিয়ে গঠিত একটা দল, রাশিয়ার দরখাস্ত প্রত্যাখ্যান করেছিল, যে-দরখাস্তে মামলাটা আদালতের প্রধান পরিষদ-এ পেশ করার অনুরোধ করা হয়েছিল। তাই, ২০১০ সালের ১০ জুন বিচার চূড়ান্ত ও তা বলবৎ করা হয়েছিল।