পাদটীকা
a যাজকরা ও লেবীয়রা বিশ্রামবারে মন্দিরের সঙ্গে সম্পর্কযুক্ত কাজ সম্পাদন করত এবং ‘নির্দোষ থাকিত।’ ঈশ্বরের মহান আধ্যাত্মিক মন্দিরের মহাযাজক হিসেবে যিশুও বিশ্রামবার লঙ্ঘন করে ফেলার ভয় না করে তাঁর আধ্যাত্মিক কার্যভার সম্পন্ন করতে পারতেন।—মথি ১২:৫, ৬.