পাদটীকা
a বাইবেল এই শিক্ষা দেয় না যে, একজন স্ত্রীর মাধ্যমে ঈশ্বর আক্ষরিকভাবে যিশুর পিতা হয়েছিলেন। বরং, যিহোবা এক আত্মিক প্রাণীকে সৃষ্টি করেছিলেন, যাঁকে পরবর্তী সময়ে কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল। তাই, যিশুর সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বরকে উপযুক্তভাবেই তাঁর পিতা বলা যেতে পারে।