পাদটীকা
b যদিও অষ্টাদশ শতাব্দীতে দ্বৈত বিশ্বশক্তির অংশগুলো অস্তিত্বে ছিল কিন্তু যোহন এটাকে এমনভাবে বর্ণনা করেছিলেন, যা প্রভুর দিনের শুরুর দিকে আবির্ভূত হবে। বস্তুতপক্ষে, প্রকাশিত বাক্য বইয়ে লিপিবদ্ধ দর্শনগুলোর পরিপূর্ণতা “প্রভুর দিনে” ঘটবে। (প্রকা. ১:১০) প্রথম বিশ্বযুদ্ধের পরই, সপ্তম মস্তক মিত্র বিশ্বশক্তি হিসেবে কাজ করা শুরু করেছে।