পাদটীকা
a মূল ভাষায় ‘জগতের পত্তন’ অভিব্যক্তিটি বীজ বপন করার ধারণা দেয়, যেটা প্রজননকে ইঙ্গিত করে, তাই এটা প্রথম মানব সন্তানের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু যিশু কেন কয়িন, যে প্রথম মানব সন্তান ছিল তাকে নয় কিন্তু হেবলকে ‘জগতের পত্তনের’ সঙ্গে যুক্ত করেছিলেন? কয়িনের সিদ্ধান্ত ও কাজগুলো স্বেচ্ছায় যিহোবা ঈশ্বরের বিরুদ্ধে করা বিদ্রোহ ছিল। তার বাবা-মার মতোই কয়িনও পুনরুত্থান ও মুক্তি পাওয়ার তালিকায় আসে না।