পাদটীকা
d তিবিরিয় কৈসর ৩৬/৩৭ খ্রিস্টাব্দে হেরোদ আগ্রিপ্পকে এই জায়গায় বন্দি করে রেখেছিলেন কারণ তিনি এই ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেন ক্যালিগুলা খুব শীঘ্র সম্রাট হন। ক্ষমতায় আসার পর, ক্যালিগুলা হেরোদকে রাজপদ দেওয়ার মাধ্যমে পুরস্কৃত করেছিলেন।—প্রেরিত ১২:১.