পাদটীকা
b প্রায়ই যিশু এই যুক্তি “ইহা কত অধিক নিশ্চয় যে” ব্যবহার করতেন অর্থাৎ ছোটো শিক্ষাকে অধিক গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি প্রয়োগ করতেন। একজন পণ্ডিত ব্যক্তি ব্যাখ্যা করেন: “যুক্তি অনুযায়ী, ‘ক যদি সত্যি হয়, তাহলে এটা কত অধিক নিশ্চয় যে, খ-ও সত্যি হবে।’”