পাদটীকা
a অনেক পণ্ডিত ব্যক্তির মতানুসারে, ব্যবস্থার অধীনে একজন অপরাধীকে প্রথমে বধ করা হতো এবং এরপর তার মৃতদেহ দণ্ডে ঝুলিয়ে দেওয়া হতো। কিতু, এই প্রমাণ পাওয়া যায় যে, প্রথম শতাব্দীতে যিহুদিরা কিছু অপরাধীকে জীবিত অবস্থায়ই বিদ্ধ করেছিল এবং এরপর দণ্ডে ঝুলন্ত অবস্থায়ই তারা মারা গিয়েছিল।