bঅনুচ্ছেদ ৩: যেহেতু যিশুর প্রেরিতরা মারা গিয়েছে এবং পৃথিবীতে অবশিষ্ট অভিষিক্ত ব্যক্তিদেরকে দাসদের দ্বারা নয় বরং গম দ্বারা চিত্রিত করা হয়েছে, তাই দাসেরা স্বর্গদূতদের চিত্রিত করে। সেই দৃষ্টান্তে, যারা পরে শ্যামাঘাস ছেদন করে, তাদেরকে স্বর্গদূত হিসেবে শনাক্ত করা হয়েছে।—মথি ১৩:৩৯.