পাদটীকা
b সূর্যাস্তের পর নিশান মাসের ১৫ তারিখ শুরু হয় অর্থাৎ সেই বছর নিয়মিত সাপ্তাহিক বিশ্রামবার (শনিবার) এবং তাড়িশূন্য রুটির উৎসবের প্রথম দিন একই দিনে পড়ে। উৎসবের প্রথম দিনটা সবসময়ই বিশ্রামবার হিসেবে পালিত হতো, তা সেটা সপ্তাহের যে-দিনই পড়ুক না কেন। দুটো বিশ্রামবার একসঙ্গে পড়েছিল বলে সেটা ছিল ‘মহা’ বিশ্রামবার।—পড়ুন, যোহন ১৯:৩১, ৪২.