পাদটীকা
a চার্লস্ ডারউইন, তার রচিত মানুষের পূর্বপুরুষ (ইংরেজি) বইয়ে দেহের বেশ কয়েকটা অঙ্গকে “অপ্রয়োজনীয়” বলে বর্ণনা করেছেন। তার একজন সমর্থক দাবি করেছিলেন, মানবদেহে অনেকগুলো “অকেজো অঙ্গ” রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে অ্যাপেন্ডিক্স ও থাইমাস (গলার নীচের দিকে অবস্থিত বিশেষ গ্রন্থি)।