পাদটীকা
a পুরাতন নিয়ম হিসেবে পরিচিত ইব্রীয় শাস্ত্র-এ ঈশ্বরের নাম বহু বার ব্যবহার করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হল, অনেক বাইবেল অনুবাদে এই নাম ব্যবহার করা হয়নি। এর পরিবর্তে, সেই অনুবাদগুলোতে ঈশ্বরের নামের জায়গায় “প্রভু,” “সদাপ্রভু” অথবা “ঈশ্বর” উপাধিগুলো ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে আরও তথ্য জানার জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ১৯৫-১৯৭ পৃষ্ঠা দেখুন।