পাদটীকা
d এ ছাড়া, ঈশ্বরের বাক্যে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো “বুঝা কষ্টকর” আর এর মধ্যে পৌলের লেখা কিছু বিষয়ও রয়েছে। কিন্তু, বাইবেলের সমস্ত লেখক পবিত্র আত্মার অনুপ্রেরণায় লিখেছিলেন। বর্তমানে, ঈশ্বরের আত্মা সত্য খ্রিস্টানদের বাইবেল বুঝতে, এমনকী “ঈশ্বরের গভীর বিষয় সকলও” বুঝতে সাহায্য করে।—২ পিতর ৩:১৬, ১৭; ১ করি. ২:১০.