পাদটীকা
a কোনো কোনো বাইবেল অনুবাদ ঈশ্বরের ব্যক্তিগত নাম যিহোবা ব্যবহার করার পরিবর্তে “সদাপ্রভু” উপাধিটা ব্যবহার করে। কেন এই উপাধি ব্যবহার করা হয়েছে, তা জানার জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ১৯৫ পৃষ্ঠা দেখুন। এই বইটা jw.org ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে।