পাদটীকা
b সেপ্টুয়াজিন্ট অর্থ “সত্তর।” এটা হয়তো খ্রিস্টপূর্ব প্রায় ৩০০ সালে অনুবাদ করা শুরু হয়েছিল এবং খ্রিস্টপূর্ব ১৫০ সালে শেষ হয়েছিল। বর্তমানেও এই অনুবাদের গুরুত্ব রয়েছে কারণ এটা কঠিন ইব্রীয় শব্দ বা পুরো পদ বোঝার ক্ষেত্রে পণ্ডিত ব্যক্তিদের সাহায্য করে থাকে।