পাদটীকা
a যিশু যখন শেষকালের চিহ্ন সম্বন্ধে কথা বলেছিলেন, তখন তিনি তাঁর শিষ্যদের বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছিলেন। এটা আগ্রহজনক যে, তিনি প্রথমে “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” অর্থাৎ সেই অভিষিক্ত ভাইদের ছোটো দল সম্বন্ধে উল্লেখ করেছিলেন, যারা ঈশ্বরের লোকেদের মধ্যে নেতৃত্ব নেবেন। (মথি ২৪:৪৫-৪৭) এরপর, তিনি এমন কিছু দৃষ্টান্ত তুলে ধরেছিলেন, যেগুলো সমস্ত অভিষিক্ত ব্যক্তিদের নির্দেশ করে। (মথি ২৫:১-৩০) সব শেষে, তিনি সেই ব্যক্তিদের বিষয়ে বলেছিলেন, যারা খ্রিস্টের ভাইদের সমর্থন করবে এবং পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে। (মথি ২৫:৩১-৪৬) একইভাবে, যিহিষ্কেলের ভবিষ্যদ্বাণী যখন আমাদের দিনে পরিপূর্ণ হতে শুরু করেছিল, তখন এটা প্রথমে সেই ব্যক্তিদের প্রতি প্রযোজ্য ছিল, যাদের স্বর্গে বেঁচে থাকার আশা রয়েছে। আর ইস্রায়েলের দশ বংশ যদিও পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার আশা রয়েছে এমন ব্যক্তিদের চিত্রিত করে না, কিন্তু এই ভবিষ্যদ্বাণীতে বর্ণিত একতা আমাদেরকে সেই ব্যক্তিদের ও অভিষিক্ত ব্যক্তিদের মধ্যে বিদ্যমান একতার বিষয়ে মনে করিয়ে দেয়।