পাদটীকা
b এই কাজ সম্বন্ধে ১৯০৪ সালের সহস্র বছরের সূচনা (ইংরেজি) বইয়ের ষষ্ঠ খণ্ডে ও সেইসঙ্গে ১৯০৬ সালের আগস্ট মাসের জায়ন্স ওয়াচ টাওয়ার পত্রিকার জার্মান সংস্করণেও তুলে ধরা হয়েছিল। ১৯১৫ সালের সেপ্টেম্বর মাসের প্রহরীদুর্গ (ইংরেজি) পত্রিকায় আমাদের দৃষ্টিভঙ্গি রদবদল করা হয়েছিল এবং বলা হয়েছিল, বাইবেল ছাত্ররা সেনাবাহিনীতে যোগদান করা এড়িয়ে চলবে। তবে, এই প্রবন্ধ জার্মান সংস্করণে আসেনি।