পাদটীকা
a অনেকের কাছে পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলকে সঠিক, নির্ভরযোগ্য এবং সহজে পাঠযোগ্য বলে মনে হয়েছে। যিহোবার সাক্ষিদের দ্বারা প্রস্তুতকৃত এই বাইবেল ১৩০টারও বেশি ভাষায় পাওয়া যাচ্ছে। আপনি ইংরেজি ভাষায় এর একটা কপি jw.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন কিংবা JW লাইব্রেরি অ্যাপ ডাউনলোড করতে পারেন। অথবা আপনি যদি চান, তা হলে যিহোবার সাক্ষিরা আপনার বাড়িতে এর এক ছাপানো কপি পৌঁছে দিতে পারে।