পাদটীকা
b সারা ছিলেন অব্রাহামের সৎ বোন। তেরহ যদিও তাদের বাবা ছিলেন কিন্তু তাদের মা ভিন্ন ছিল। (আদিপুস্তক ২০:১২) এই ধরনের বিবাহ যদিও বর্তমানে অনুচিত কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেই সময় পরিস্থিতি অনেক আলাদা ছিল। সেই সময়ের লোকেরা সিদ্ধতার কাছাকাছি ছিল, যে-সিদ্ধতা আদম ও হবার ছিল যদিও পরে তারা তা হারিয়েছিলেন। এই ধরনের স্বাস্থ্যবান লোকেরা নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে করার ফলে তাদের বংশধরদের মধ্যে জিনগত কোনো বিপদ আসত না। কিন্তু এর প্রায় ৪০০ বছর পরে, লোকেদের আয়ু কমতে কমতে আমাদের মতো হয়ে দাঁড়ায়। সেই সময়, মোশির ব্যবস্থা নিকট আত্মীয়ের মধ্যে যেকোনো ধরনের বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ করেছিল।—লেবীয় পুস্তক ১৮:৬.