পাদটীকা
b যিহোবা কিছু সময়ের জন্য বহুবিবাহ ও উপপত্নী রাখার বিষয়টা অনুমোদন করেছিলেন কিন্তু পরবর্তী সময় তিনি যিশুকে অধিকার দিয়েছিলেন, যাতে তিনি বিবাহের ক্ষেত্রে এদনে স্থির করা এক জন বিবাহসাথি রাখার বিষয়ে আদি মানদণ্ড পুনর্স্থাপিত করেন।—আদিপুস্তক ২:২৪; মথি ১৯:৩-৯.