পাদটীকা
c একজন শরণার্থী আসার পর যত শীঘ্র সম্ভব, প্রাচীনদের যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ৮ অধ্যায়ের ৩০ অনুচ্ছেদে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করা উচিত। শরণার্থী ভাই বা বোনের মণ্ডলীর সঙ্গে যোগাযোগ করার জন্য প্রাচীনরা jw.org ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের শাখা অফিসে চিঠি লিখতে পারেন। আর এই সময়ের মধ্যে তারা সেই শরণার্থী ভাই বা বোনের আধ্যাত্মিক অবস্থা অর্থাৎ ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক কেমন, তা বোঝার জন্য বিচক্ষণতার সঙ্গে তাকে তার মণ্ডলী ও পরিচর্যা সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন।