পাদটীকা
a বাইবেল এই বিষয়ে ইঙ্গিত দেয় যে, যিশুর বয়স যখন ১২ বছর, তখন যোষেফ জীবিত ছিলেন। কিন্তু, যিশুর প্রথম অলৌকিক কাজের সময় অর্থাৎ জলকে দ্রাক্ষারসে পরিণত করার সময় অথবা পরবর্তী কোনো সময়েই যোষেফের বিষয় কোনো উল্লেখ পাওয়া যায় না। এর অর্থ হতে পারে, সেই সময়ের আগেই যোষেফ মারা গিয়েছিলেন। এ ছাড়া, যিশু যখন যাতনাদণ্ডে ছিলেন, তখন তিনি প্রেরিত যোহনকে তাঁর মায়ের যত্ন নিতে বলেছিলেন। যোষেফ যদি সেইসময় বেঁচে থাকতেন, তা হলে যিশু সম্ভবত প্রেরিত যোহনকে এই অনুরোধ করতেন না।—যোহন ১৯:২৬, ২৭.