পাদটীকা
a একজন খ্রিস্টান হয়তো খাবারের জন্য পশু শিকার করার অথবা বন্য পশুর হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য কোনো আগ্নেয়াস্ত্র (যেমন, রাইফেল অথবা পিস্তল) রাখার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু, যখন এই অস্ত্রগুলো ব্যবহার করা হয় না, তখন সেগুলো থেকে গুলি বের করে রাখা, সেই অস্ত্রের বিভিন্ন অংশ হয়তো এমনকী আলাদা করে খুলে রাখা এবং সেগুলো যত্ন সহকারে তালা দিয়ে রাখা সর্বোত্তম। যে-সমস্ত এলাকায় বন্দুক রাখা অবৈধ অথবা বন্দুক রাখার উপর সীমা আরোপ করা হয়েছে কিংবা সেই বিষয়ে অন্য কোনো আইন রয়েছে, সেইসমস্ত এলাকায় খ্রিস্টানরা আইনের বাধ্য হয়।—রোমীয় ১৩:১.