পাদটীকা
a ইংল্যান্ডের ন্যাশনাল হেল্থ সার্ভিস-এর একটা নির্দেশিকা জানায়: “অধিক তামাযুক্ত আইইউডি ৯৯ শতাংশের চেয়ে বেশি কার্যকরী। এর মানে হচ্ছে, প্রতি বছর আইইউডি ব্যবহারকারী ১০০ জন নারীর মধ্যে প্রায় এক জন নারী গর্ভবতী হয়ে পড়বে। কম তামাযুক্ত আইইউডি কম কার্যকরী হবে।”