পাদটীকা
a কিছু কিছু মায়েরা যারা প্রসবোত্তর হতাশায় (পোস্টপার্ট্যাম ডিপ্রেশন) ভোগে, তাদের পক্ষে তাদের শিশুদের সঙ্গে এই বন্ধন গড়ে তোলা কঠিন হতে পারে। কিন্তু এ-ক্ষেত্রে তাদের নিজেদের দোষ দেওয়া উচিত নয়। ইউ.এস. ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেনটাল হেলথ-এর রিপোর্ট অনুসারে, প্রসবোত্তর হতাশা “একত্রিতভাবে শারীরিক ও মানসিক কারণগুলোর ফলাফল হতে পারে . . . কিন্তু এতে মায়ের কোনো হাত থাকে না।” এই বিষয়ে আরও তথ্য জানার জন্য ২০০৩ সালের ৮ জুন সচেতন থাক! (ইংরেজি) পত্রিকায় “প্রসবোত্তর হতাশাকে বোঝা” শিরোনামের প্রবন্ধটা দেখুন।