পাদটীকা
b এই স্কুলের পরিবর্তে এখন রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুল পরিচালিত হয়। যে-পূর্ণসময়ের পরিচারকরা বিদেশে সেবা করে এবং এই স্কুলে যোগ দেওয়ার চাহিদাগুলো পূর্ণ করে, তারা তাদের নিজেদের দেশে অথবা অন্য কোনো দেশে গিয়ে এই স্কুলে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারে, যেখানে এই স্কুল তাদের মাতৃভাষায় অথবা তারা সাবলীলভাবে বলতে পারে এমন কোনো ভাষায় পরিচালিত হয়।