পাদটীকা
a বাইবেল কোনো কোনো স্বর্গদূতের নাম প্রকাশ করে। (বিচার. ১৩:১৮; দানি. ৮:১৬; লূক ১:১৯; প্রকা. ১২:৭) এটি এও বলে যে, যিহোবা প্রত্যেকটা তারার নাম দিয়েছেন। (গীত. ১৪৭:৪) তাই, এমনটা চিন্তা করা যুক্তিসংগত, যে-স্বর্গদূত পরবর্তী সময়ে শয়তানে পরিণত হয়েছিল, তাকে সহ সমস্ত দূতকে যিহোবা নাম দিয়েছেন।