পাদটীকা
a “ভ্রাতৃগণ” অভিব্যক্তিটা মণ্ডলীর বোনেদেরও অন্তর্ভুক্ত করতে পারে। পৌল রোমের ‘ভ্রাতৃগণের’ প্রতি তার চিঠি লিখেছিলেন কিন্তু সেই অভিব্যক্তিটা স্পষ্টতই বোনেদেরও অন্তর্ভুক্ত করেছিল কারণ তিনি কোনো কোনো বোনের নাম উল্লেখ করেছিলেন। (রোমীয় ১৬:৩, ৬, ১২) অনেক বছর ধরে প্রহরীদুর্গ পত্রিকা মণ্ডলীর খ্রিস্টানদের ‘ভাই ও বোন’ হিসেবে অভিহিত করে এসেছে।