পাদটীকা
b এমনটা ধরে নেওয়া যুক্তিসংগত যে, আরমাগিদোন থেকে রক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কয়েক জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিও থাকবে। পৃথিবীতে থাকাকালীন যিশু এমন লোকেদের সুস্থ করেছিলেন, যাদের “সর্ব্বপ্রকার ব্যাধি” বা অক্ষমতা ছিল। সেই সময়ে তিনি যা-কিছু করেছিলেন, সেগুলো আমাদের দেখায় যে, আরমাগিদোন থেকে রক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য তিনি কী করবেন। (মথি ৯:৩৫) যারা পুনরুত্থিত হবে, তাদের সুস্থ শরীর থাকবে।