পাদটীকা
a অধ্যাপক সি. মারভান পেইট লিখেছিলেন যে, অনেক পণ্ডিত মনে করেন, যিশু যখন “অদ্যই” শব্দটা ব্যবহার করেছিলেন, তখন তিনি বুঝিয়েছিলেন যে, তিনি মারা যাবেন এবং সেই দিনেই অথবা ২৪ ঘণ্টার মধ্যেই পরমদেশে উপস্থিত হবেন। অধ্যাপক পেইট আরও লিখেছিলেন, এই দৃষ্টিভঙ্গির মধ্যে সমস্যাটা হল, এটা বাইবেলের অন্যান্য তথ্যের সঙ্গে মেলে না। উদাহরণ স্বরূপ বাইবেল বলে, যিশু তাঁর মৃত্যুর পর পাতালে বা কবরে ছিলেন এবং পরবর্তী সময়ে তিনি স্বর্গে গিয়েছিলেন।—মথি ১২:৪০; প্রেরিত ২:৩১; রোমীয় ১০:৭.