পাদটীকা
a ২০১৯ সালের জন্য যে-বার্ষিক শাস্ত্রপদ বাছাই করা হয়েছে, সেটা আমাদের এই বিষয়ে তিনটে কারণ জোগায় যে, কেন আমরা সেই সময়ে শান্ত থাকতে পারি, যখন মন্দ বিষয়গুলো জগতে অথবা আমাদের জীবনে ঘটে। এই প্রবন্ধে, সেই কারণগুলো পরীক্ষা করা হবে, যেগুলো আমাদের কম ব্যাকুল বা উদ্বিগ্ন হতে এবং আরও বেশি করে যিহোবার উপর আস্থা রাখতে সাহায্য করবে। বার্ষিক শাস্ত্রপদ নিয়ে ধ্যান করুন। সম্ভব হলে এটাকে মুখস্থ করুন। এটা আপনাকে ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বিতাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য শক্তিশালী করবে।