পাদটীকা
d যিশাইয় ৪১:১০, ১৩ ও ১৪ পদে “ভয় করিও না” অভিব্যক্তিটা তিন বার উল্লেখ করা হয়েছে। এই শাস্ত্রপদগুলোতে “আমি” (যিহোবাকে নির্দেশ করে) শব্দটাও বার বার উল্লেখ করা হয়েছে। কেন যিহোবা যিশাইয়কে “আমি” শব্দটা বার বার ব্যবহার করতে অনুপ্রাণিত করেছিলেন? এই সত্যটার উপর জোর দেওয়ার জন্য যে, একমাত্র যিহোবার উপর আস্থা রাখার মাধ্যমেই আমরা নিজেদের ভয়কে কাটিয়ে উঠতে পারি।