পাদটীকা
a আমরা কি যিহোবার প্রতি বিশ্বস্ত থাকব, না কি শয়তানকে সুযোগ দেব, যাতে সে আমাদের যিহোবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়? এই প্রশ্নের উত্তর আমরা কতটা চরমভাবে পরীক্ষিত হচ্ছি, সেটার উপর নয় বরং আমরা কতটা ভালোভাবে আমাদের হৃদয়কে রক্ষা করছি, সেটার উপর নির্ভর করে। “হৃদয়” শব্দের দ্বারা কী বোঝাতে চাওয়া হয়েছে? কীভাবে শয়তান আমাদের হৃদয়কে কলুষিত করার চেষ্টা করে? আর কীভাবে আমরা এটাকে রক্ষা করতে পারি? এই প্রবন্ধ আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর পেতে সাহায্য করবে।