পাদটীকা
b এর অর্থ কী?: যিহোবা আমাদের নিজেদের চিন্তাভাবনা, অনুভূতি ও কাজকে পরীক্ষা করে দেখার আর তারপর নিজেদের বিচার করার ক্ষমতা দিয়েছেন। বাইবেল এই ক্ষমতাকে সংবেদ বা বিবেক বলে। (রোমীয় ২:১৫; ৯:১) বাইবেল প্রশিক্ষিত বিবেক, বাইবেলে পাওয়া যিহোবার মানের উপর ভিত্তি করে বিচার করতে পারে যে, আমাদের চিন্তাভাবনা, কথা ও কাজ সঠিক, না কি ভুল।