পাদটীকা
a শয়তান ও তার মন্দদূতেরা মৃতদের অবস্থা সম্বন্ধে মিথ্যা কথা বলার মাধ্যমে লোকেদের প্রতারিত করে আসছে। আর এই মিথ্যা কথাগুলোর উপর ভিত্তি করে অনেক অশাস্ত্রীয় প্রথা গড়ে উঠেছে। এই প্রবন্ধ আপনাকে সেইসময় যিহোবার প্রতি বিশ্বস্ত থাকতে সাহায্য করবে, যখন অন্যেরা আপনাকে এই ধরনের প্রথায় অংশ নেওয়ার জন্য জোরাজুরি করার চেষ্টা করে।