পাদটীকা
a লোট, ইয়োব ও নয়মী অনুগতভাবে যিহোবার সেবা করেছিলেন কিন্তু তারপরও তাদের চাপপূর্ণ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হয়েছিল। এই প্রবন্ধে আলোচনা করা হবে, তাদের অভিজ্ঞতা থেকে আমরা কী শিখতে পারি। এ ছাড়া, এই প্রবন্ধে এও আলোচনা করা হবে, আমাদের ভাই-বোনেরা যখন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়, তখন তাদের প্রতি ধৈর্য ধরা, সমবেদনা দেখানো এবং সান্ত্বনা প্রদান করা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।