পাদটীকা
b ছবি সম্বন্ধে: কিংডম হল পরিষ্কার করার সময়ে জো নামে একজন ভাই কাজ না করে অন্য একজন ভাই ও তার ছেলের সঙ্গে কথা বলছেন। ভাই মাইক পরিষ্কার করার সময়ে এটা দেখে বিরক্ত হন। তিনি মনে মনে ভাবেন, ‘ভাই জোয়ের গল্প না করে, কাজ করা উচিত।’ পরবর্তী সময়ে ভাই মাইক লক্ষ করেন যে, ভাই জো একজন বয়স্কা বোনকে সদয়ভাবে সাহায্য করছেন। এই হৃদয়স্পর্শী দৃশ্য ভাই মাইককে তার ভাইয়ের ভালো গুণগুলো নিয়ে চিন্তা করার বিষয়টা স্মরণ করিয়ে দেয়।