পাদটীকা
a পূর্ণসময়ের সেবায় রত ভাই-বোনদের হয়তো কখনো কখনো তাদের কার্যভার ছাড়তে হয় অথবা তারা হয়তো একটা নতুন কার্যভার লাভ করে। তারা যে-প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়, সেগুলো নিয়ে আর সেইসঙ্গে কী তাদের নতুন পরিস্থিতির সঙ্গে সহজেই মানিয়ে নেওয়ার জন্য সাহায্য করতে পারে, তা নিয়ে এই প্রবন্ধে আলোচনা করা হবে। এ ছাড়া, তাদের উৎসাহিত করার এবং সমর্থন জোগানোর জন্য অন্যেরা কী করতে পারে আর সেইসঙ্গে যে-নীতিগুলো আমাদের সবাইকে পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সাহায্য করতে পারে, সেগুলো নিয়ে এই প্রবন্ধে বিবেচনা করা হবে।