পাদটীকা
a আমরা আশা করতে পারি, শীঘ্রই জাতিগুলো “শান্তি ও অভয়” অর্জন করেছে বলে দাবি করবে। সেটাই এই বিষয়ের চিহ্ন হবে যে, মহাক্লেশ শুরু হতে চলেছে। সেই ঘোষণা না হওয়া পর্যন্ত যিহোবা আমাদের কাছ থেকে কী আশা করেন? এই প্রবন্ধ আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে।