পাদটীকা
f মিথ্যা ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত সংগঠনগুলোর সঙ্গে জড়িত হওয়াও আমাদের এড়িয়ে চলতে হবে, যেগুলো বিনোদনের আয়োজন করে যেমন, ওয়াইএমসিএ (ইয়ং মেন্স ক্রিশ্চান অ্যাসোসিয়েশন) এবং ওয়াইডব্লুসিএ (ইয়ং উইমেন্স ক্রিশ্চান অ্যাসোসিয়েশন)। এমনকী যদিও স্থানীয় ওয়াইএমসিএ/ওয়াইডব্লুসিএ অ্যাসোসিয়েশনগুলো হয়তো দাবি করে যে, তাদের কার্যকলাপ আসলে ধর্মীয় নয় কিন্তু বাস্তবে এমনটা নয়। সত্যি বলতে কী, তারা ধর্মীয় ধারণা ও লক্ষ্যগুলোকে তুলে ধরে।