পাদটীকা
a যিহোবা প্রাচীন ইস্রায়েলে মুক্তি বা স্বাধীনতা ঘোষণা করার জন্য এক বিশেষ ব্যবস্থা করেছিলেন। আর সেটা ছিল যোবেল বছর। খ্রিস্টানরা যদিও মোশির ব্যবস্থার অধীনে নেই কিন্তু যোবেল বছর আমাদের জন্য অর্থ রাখে। এই প্রবন্ধে আমরা দেখব, কীভাবে প্রাচীন যোবেল বছর আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যিহোবা আমাদের জন্য কিছু করেছেন এবং কীভাবে আমরা এর দ্বারা উপকৃত হতে পারি।