পাদটীকা
a প্রেরিত পৌল তার জীবনে অনেক সমস্যা ভোগ করেছিলেন। সেই কঠিন সময়গুলোতে কয়েক জন সহকর্মী তার জন্য অনেক সান্ত্বনাজনক হয়েছিলেন। আমরা এমন তিনটে নির্দিষ্ট গুণ নিয়ে আলোচনা করব, যেগুলো এই সহকর্মীদের অন্যদের সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে এত কার্যকারী করে তুলেছিল। এ ছাড়া, আমরা বিবেচনা করব, কীভাবে আমরা ব্যাবহারিক উপায়গুলোতে তাদের উদাহরণ অনুকরণ করতে পারি।