পাদটীকা
b ছবি সম্বন্ধে: চারটে দৃশ্যের প্রতিটাতেই একজন বাবা এবং তার সন্তান সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে: একজন বাবা মন দিয়ে তার ছেলের কথা শুনছেন, একজন বাবা তার মেয়েকে প্রয়োজনীয় বিষয়গুলো দিচ্ছেন, একজন বাবা তার ছেলেকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং একজন বাবা তার ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন। এই চারটে দৃশ্যের পিছনে আঁকা যিহোবার হাত আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যিহোবাও একইভাবে আমাদের যত্ন নেন।