পাদটীকা
a বর্তমানে যিহোবার দাসদের মধ্যে অনেকেই তাদের বার্ধক্য অথবা অসুস্থতার কারণে সমস্যা ভোগ করছে। আর আমরা প্রত্যেকে কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ি। তাই, দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়টা চিন্তা করলে আমরা হয়তো ঘাবড়ে যাই। এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে, কীভাবে আমরা সবাই ধৈর্যের সঙ্গে দৌড়োতে পারি এবং কীভাবে আমরা জীবনের ধাবনক্ষেত্রে বা দৌড় প্রতিযোগিতায় জয়ী হতে পারি যেমনটা প্রেরিত পৌল বলেছিলেন।