পাদটীকা
b এই অভিব্যক্তির অর্থ: যিহোবার মণ্ডলীতে আমাদের ভূমিকা বলতে এখানে মণ্ডলীকে আরও শক্তিশালী করে তোলার জন্য আমরা ব্যক্তিগতভাবে যে-সাহায্য প্রদান করতে পারি, সেটাকে বোঝানো হয়েছে। আমরা মণ্ডলীকে কতটা শক্তিশালী করতে পারব, সেটা আমাদের জাতি, অর্থ, পটভূমি, সংস্কৃতি অথবা শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে না।